parbattanews

পেকুয়ায় এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

 

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় ইসলামী ব্যাংকের চেক দিয়ে প্রতারনার অভিযোগ এনে সদর ইউপি’র সাবেক ইউপি সদস্যে আবছার উদ্দিন মানিক নামের একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেনে গিয়াস উদ্দিন নামের এক ব্যবসায়ী।

যার মামলা নং-২৩৯/১৮ইং। সে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের নবিল ট্রেজার্সের মালিক ও শেখের কিল্লা ঘোনা এলাকার হাবিবুর রহমানের পুত্র।
বাদি গিয়াস উদ্দিন মামলার আরজিতে উল্লেখ করেন, বিভিন্ন চেকের মাধ্যমে সাবেক ইউপি সদস্যে মানিকের কাছ থেকে ৬০হাজার টাকা পাওনা আছেন। যা ইসলামী ব্যাংক পেকুয়া শাখা থেকে চেক ডিসঅনার হয়। পরবর্তিতে টাকা পরিশোধের জন্য আইনগত নোটিশ দেওয়া হলেও ইউপি সদস্য কর্ণপাত করেনি। সর্বশেষ টাকা পরিশোধ না করায় বুধবার চকরিয়া আদালতে মামলাটি দায়ের করতে বাধ্য হন। বিবাদীকে আদালত থেকে সমন দেওয়া হয়েছে বলেও বাদি জানিয়েছেন।
ইউপি সদস্যে আবছার উদ্দিন মানিক ব্যবসায়ীক কারণে তাদের মধ্যে লেনদেন আছে বলে স্বীকার করে বলেন. আমিও তার কাছ থেকে টাকা পাওনা আছি।

Exit mobile version