parbattanews

পেকুয়ায় খাল জবরদখল করে স্থাপনা নিমার্ণ, কাজ বন্ধ করলেন প্রশাসন

কক্সবাজারের পেকুয়ায় পানি চলাচলের খাল জবরদখল করে অবৈধভাবে গড়ে উঠা বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহেদুল ইসলাম।

এ সময় তিনি ভবন মালিককে আগামী এক সপ্তাহের মধ্যে ওই স্থাপনা ভেঙ্গে স্বাভাবিকভাবে পানি চলাচলের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন।

স্থানীয়রা জানান, ওই এলাকার বাবুল নামের এক ব্যক্তি পানি চলাচলের খাল জবরদখল করে বহুতল ভবন নিমার্ণ কাজ করে আসছেন। ফলে খালে পানি চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টি হবে। নিমার্ণ কাজ বন্ধ করে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানায়।

পেকুয়া সদর ৮ নং ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, আমাকে ফোন করা হয়েছে। আমি বিষয়টি আমার মত করে রিপোর্ট করব।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনর ভূমি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনাকারী মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যেন এক সপ্তাহের মধ্যে স্থাপনা ভেঙ্গে পানি চলাচলের জন্য খালটা স্বাভাবিক করে দেন। এই বিষয়ে রিপোর্ট করার জন্য স্থানীয় ইউপি সদস্যকে বলা হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version