পেকুয়ায় গলায় ছুরি ধরে টাকা ও স্বর্ণলংকার ছিনতাই
কক্সবাজারের পেকুয়ায় এক দম্পতির গলায় ছুরি ধরে টাকা ও স্বর্ণলংকার হ্যান্ড ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজ এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার দু’জনই হলেন হুমায়ুন কবির (৪৬) ও তার স্ত্রী। দুজনেই সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকার বাসিন্দা।
ভিকটিম হুমায়ুন কবির বলেন, অটোরিকশা করে তিনি ও তার স্ত্রী কলেজগেইট চৌমুহনী থেকে নন্দীরপাড়া বাড়িতে যাচ্ছিলেন। নুইন্যামুইন্যা ব্রিজ এলাকায় গেলে রাস্তা খারাপ বলে অটোরিকশা চালক আর সামনে যায়নি। রিক্সা থেকে নেমে তারা দুজন পায়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দুজন ব্যক্তি এসে তাদের গলায় ছুরি ধরে। এ সময় তার কাছ থেকে একটি হাতব্যাগ ও তার স্ত্রীর কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। তার ব্যাগে ৪৫ হাজার টাকা ও স্ত্রীর ব্যাগে ৪/৫ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা স্ত্রীর একটি স্বর্ণের গলার চেইনও ছিনিয়ে নেয় বলে জানান হুমায়ুন কবির।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানায়, ছিনতাইয়ের ঘটনার খবর তিনি শুনেন নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের একটি ভিডিও বক্তব্য শুনেছেন। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন পুলিশ।