পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে মাইনুল ইসলাম মানিক (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
সে উপজেলার সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
নিহতের চাচা নুরুল আজিম বলেন, ‘মানিকের পিতা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিল। মা পাশের একটি বাড়িতে যায়। ফাঁকা বাড়িতে মানিক ঘরের আঁড়িতে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।’
নিহতের চাচি কমরু বেগম বলেন, ‘বাড়িতে কেউ ছিলনা দুপুরে মানিককে খাবার খেতে ডাকতে গেলে ঘরের ভিতরে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে জানিনা।’
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজ উদ্দিন জানায়, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।