পেকুয়ায় চেরাই গর্জন কাঠ জব্দ
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়ায় বনবিভাগের অভিযানে চেরাই গর্জন কাঠ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টইটং সীমান্ত ব্রীজ এলাকায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুদ অবস্থায় ১১০-১১৫ ফুট চেরাই গর্জন কাঠ জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে যায়৷
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমি ও বারবাকিয়া বিটের বনকর্মীদের নিয়ে অভিযানে যায়। এসময় অভিযানের টের পেয়ে গাছ খেকোরা চেরাই কাঠগুলো ফেলে পালিয়ে যায়।
ঘটনাপ্রবাহ: গর্জন কাঠ, জব্দ, পেকুয়া
Facebook Comment