parbattanews

পেকুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কক্সবাজারের পেকুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসের আলোচনা সভায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টায় এ দিবস উপলক্ষে কর্মকর্তা আবু তাহেরের পরিচালনায় এবং উপজেলা ভূমি বিষয়ক সহকারী কমিশনার জাহেদুল ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে মিলিত হয়।

এতে উপজেলা সহকারী কমিশনার জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, সিপিপির টিমলিডার ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল, ফায়ার সার্ভিসের ইনচার্জ সোয়াইবুর রহমান প্রমুখ।

এছাড়াও স্থানীয় সিপিপির সদস্যরা, রেডক্রিসেন্ট সদস্যরাসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা অগ্নিকাণ্ডের মহড়া দেন। এতে গ্যাস ও অকটেনের আগুন নিয়ন্ত্রণে কিভাবে আনা সম্ভব তা দেখিয়ে দেন। দুর্যোগের সময় স্টেশনে কালো ও লাল মিশ্রিত তিন পতাকার বিবরণ দিয়ে সংকেত বুঝিয়ে দেন।

সভায় অতিথিরা বলেন, যেকোন দুর্যোগ মোকাবেলা করতে আমাদের প্রস্তুত ও সর্তক থাকতে হবে। । গ্যাস ও অন্য যেকোন আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ফায়ার সার্ভিসের জরুরি সেবা ১৬১৬৩ তে কল করতে হবে

Exit mobile version