পেকুয়ায় টইটং বালু পয়েন্টে ১২ হাজার ঘনফুট বালু জব্দ

fec-image

কক্সবাজারের পেকুয়ার টইটং এ অবৈধ বালু পয়েন্টে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ১২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার ভূমি রুম্পা ঘোষের নেতৃত্ব টইটং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ঢালার মুখ এলাকায় অভিযান চালিয়ে শফিউল আলম প্রকাশ (মিয়া সদর), বাদশা, জাবেদ, সাবেক নবু মেম্বার ও আমির হোছেনের অবৈধ পাহাড়ি বালু পয়েন্ট বন্ধ করে দেয়।

জব্দকৃত বালুগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে জিম্মায় রাখে।

এ সময় উপস্থিত ছিলেন, টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন মেম্বার, মো. মজিবুর রহমান ও ফারুক সাও।

এছাড়াও এসিল্যান্ড পেকুয়া চৌমুহুনী এলাকায় নির্ধারিত স্থান ব্যতিত অযথা পার্কিংয়ের অপরাধে ৩টি টমটম চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ৩টি মামলায় ৯ শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রুম্পা ঘোষ বলেন, অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বালু নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জব্দ, পেকুয়া, বালু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন