parbattanews

পেকুয়ায় দু’ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ : মহিলাসহ আহত-৭

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়া উপজেলা বারবাকিয়া ইউনিয়নের বারাইয়্যাকাটা এলাকায় জমি বিরোধের জের ধরে আপন দু’ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। আহতেরা হলেন, মৃত আবুল খায়ের এর পুত্র হাজ্বি কালু (৭০), তার স্ত্রী রোকেয়া বেগম(৩৫), পুত্র ওসমাণ ফারুক (২৫), ভাই রহিম দাদ (৬৫) কামরুন্নাহার (২৫), মইরা বেগম (৫০), হাছিম আলী (৩৫)।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১০ আগষ্ট) সন্ধ্যা ৭টায় বারবাকিয়া ইউনিয়নের বারাইয়্যাকাটা রাস্তার মাথা এলাকায়। আহতেরা মারাত্মক আহত হওয়ায় পেকুয়া সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।

স্থানীয় লোকজন বলেন, তিন শতক জমি নিয়ে স্থানীয় মোহাম্মদ কালুর সঙ্গে রহিমদাঁদের বিরোধ চলছিল। এনিয়ে থানা ও ইউপি কার্যালয়ে বৈঠক হলে কালুর পক্ষে রায় দেন শালিসকারকেরা। এতে রহিমদাঁদের লোকজন ক্ষিপ্ত হয়ে ওই জমিতে ধানের চারা রোপন করতে গেলে কালুর লোকজন বাধা দেন। একপর্যায়ে রহিমদাঁদ ও তাঁদের লোকজন কালুর লোকজনের ওপর হামলা করে। এতে কালুর মাথা, ঘাড়ে ও পিটে পাঁচটি দা’য়ের কোপ পড়ে। অন্যান্যরা কম-বেশি আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, হামলার খবর শুনে পুলিশ পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version