parbattanews

পেকুয়ায় নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি :
“নারী নির্যাতন মানব না, প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব”, এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক এরিয়া অফিস পেকুয়ার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পেকুয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক বাবু শুসান্ত হালদার, ব্র্যাক ওয়াশ কর্মসুচীর উপজেলা ম্যানেজার এমাম উদ্দিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক নাজমুল আলম, এইচএনপিপির ম্যানেজার আবু নাছের সরকার, শিক্ষা কর্মসুচী পেকুয়া উপজেলা ম্যানেজার প্রমেস্বর চাকমা, ব্রাঞ্চ ম্যানেজার আবদুল আজিজ, একলাবের উপজেলা ম্যানেজার জাহিদুল আলম, কারিতাস আলোঘর প্রকল্প পেকুয়া এরিয়া কো-অর্ডিনেটর রাজু কান্তি বড়ুয়া, কারিতাসের মাঠ কর্মকর্তা রিয়াজ উদ্দিন তালুকদার, মাইগ্রেশন কর্মসুচীর তফসির, প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক আবদুর নুর তুষার, ব্র্যাকের সকল কর্মসুচীর কর্মীবৃন্দ।

তাছাড়া এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালির পরে সমাবেশে বক্তারা বলেন, ব্র্যাক বিশ্বাস করে ঘরে বাইরে নারী ও মেয়ের শিশুর প্রতি বৈষম্য, ভয় ও নির্যাতনমুক্ত জীবনের অধিকারকে সুনিশ্চিত করার দায়িত্ব নারী ও পুরুষ উভয়েরই। আমাদের নিরবতা প্রকারান্তরে অত্যাচারীকে সমর্থন করে। এসময় সবাইকে নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Exit mobile version