parbattanews

পেকুয়ায় পালিত হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ’

পেকুয়া প্রতিনিধি:

‘ভূমি আইন জানুন, নিজের ভূমি নিজে রক্ষা করুণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়ায় ভুমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। আগামী ৮ জুলাই পর্যন্ত চলবে ভুমি সেবা সপ্তাহ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস এর নেতৃত্বে ঘোড়ার গাড়ী নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে ইউএনও কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত খাঁন, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ, তহশীলদার রফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী সামশুল হুদা ছিদ্দিকীসহ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার, গৃহহীন থাকবে না কেহ আর। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা স্বত্ব সংক্রান্ত জটিলতা পরিষ্কার করুন। ভূমি সংক্রান্ত সমস্যা আপনার, সমাধানের দায়িত্ব আমাদের।

Exit mobile version