parbattanews

পেকুয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৮ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ জুলাই) বিকেল ৩টায় পেকুয়া শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৮’র খেলায় দুই শক্তিশালী দল শিলখালী হাজী ওবাইদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় টইটং সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)।

নির্ধারিত ৪০ মিনিটের খেলার শিলখালী ওবাইদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে, বিকেল সাড়ে ৪টায় একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টর্ণামেন্টের ফাইনালে পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলের ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করতে সক্ষম হয় রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওই বিদ্যালয়টি ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছিল। এবারেও তারা এই ট্রফি ছিনিয়ে আনতে আশাবাদী বলে মন্তব্য করেছে বিজয়ী দল রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলম।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবউল করিমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার মো. সালামত উল্লাহ, সহকারী শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম শাহজাহান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

Exit mobile version