parbattanews

পেকুয়ায় বন্ধ হচ্ছে না ইয়াবা বিক্রয়

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম খাঁন, জেলা আ’লীগের উপদেষ্টা এডভোকেট কামাল হোছাইন, জেলা আ;লীগের সদস্য উম্মে কুলছুম মিনসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেকুয়া থানা প্রশাসন যদি একটু কঠোর হয় তাহলে পেকুয়া থেকে ইয়াবা নামে শব্দটি মুছে যাবে। অথচ, পেকুয়ায় ইয়াবা ব্যবসা ও বিক্রয়ের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তা থেকে আমরা পরিত্রাণ পেতে চায়। ইয়াবার গডফাদারদেরকে ধরুন, চুনোপুঁটিদের নয়। বর্তমানে পেকুয়ার আনাচে কানাচে ইয়াবা ছড়িয়ে গেছে হাতবাড়ালেই পাওয়া যাচ্ছে। এসব ইয়াবার চালান যায় কোন পথে সেটি চিহ্ণিত করুন এবং কারা এর সাথে জড়িত তাদেরকে আটক করুন। তাহলে ইয়াবা বন্ধ হবে।

Exit mobile version