parbattanews

পেকুয়ায় বসতবাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৩

কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৩ সদস্য কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় বারাইয়্যাকাটা এলাকার মৃত ফিরোজ আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৫) আবুল কাশেম (৩০) জসিম উদ্দিন স্ত্রী সানজিদা সোলতানা নাঈমা (২২) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত জসিম উদ্দিন বাদী হয়ে বারাইয়্যাকাটা এলাকার মৃত আতর আলীর ছেলে রশিদ আহম্মদ, রশিদ আহম্মদের ছেলে নুরুন্নবী ও রিফাত কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বাদী উল্লেখ করেছেন, তাদের দীর্ঘ দিনের ভোগ দখলীয় বসতভিটা যা বিএস ৮৮০ খতিয়ানের বি এস ৫৫৫৭ দাগের ৪ শতক জমি জবরদখল নিতে অভিযুক্ত রশিদ আহম্মদ তার দুই ছেলে নুরুন্নবী ও রিফাত আমার বাড়িতে কর্মরত নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ থেকে বিতাড়িত করে দেয় পরে আমার স্ত্রী সানজিদা সোলতানা নাঈমা ও আমাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আমার ছোট ভাই আবুল কাশেমকেও পিটিয়ে আহত করে।

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কানন সরকার অভিযোগ পাওয়ার সত্যতা জানিয়ে বলেন, জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version