parbattanews

পেকুয়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ১২ বসতবাড়িতে আগুন

প্রতীকী ছবি

পেকুয়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ১২ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টায় সদর ইউনিয়নের ভোলাইয়া ঘোনা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মোহাম্মদ হোছাইনের বাড়ি থেকে বিদ্যুতের শর্ট সাকিট হয়। শর্ট সাকিট হওয়ার পর পরই পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে গিয়ে পাশ্ববর্তি বদিউল আলমের পুত্র মো: হোসেন, হাজেরা খাতুন, ছাবের আহমদ, শাহজাহান, বদিউল আলম, জমির হোসেন, আলী হোসেন, কামাল হোসেন, নুর হোসেন, জাহাঙ্গীর আলম, রাবেয়া, ছকিনা ও আরিফের বাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌঁছার আগে ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পেকুয়া থানার ওসি কামরুল আজম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আজ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

Exit mobile version