parbattanews

পেকুয়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচী সম্পন্ন

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা:

কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। জানা যায় ৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে ২৫ কেজি রুই, কাতলা, মৃগেল, কালি বাউস বুনিয়া মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ, ঢাকা মৎস্য অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা মো: কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের পেকুয়া প্রতিনিধি রিয়াজ উদ্দিন, দৈনিক যায়যায়দিন পত্রিকার পেকুয়া প্রতিনিধি এম.জুবাইদ, উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো: জাহাঙ্গীর আলম, জিয়াউদ্দিনসহ বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ।

অফিস সূত্র জানায় ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কর্মসূচীর আওতায় উপজেলার ৭ ইউনিয়নের ৪২টি জলাশয়ে ৪৫২ কেজি কাতাল, রুই, মৃগেল, কালি বাউস বুনিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়।

Exit mobile version