parbattanews

পেকুয়ায় বিহিন্দীজালে আটকে প্রাণ গেল জেলের

কক্সবাজারের পেকুয়ায় ভোলাখালে পাতানো বিহিন্দীজালে আটকে পড়ে শাহাব উদ্দিন (৪৮) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে মগনামা বাজার পাড়াস্থ ভোলাখালে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে তাকে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাফর আলম জানায়, বিকেলে শাহাব উদ্দিন মগনামা বাজার পয়েন্টে ভোলাখালে বিহিন্দীজালের পাশে গাছ পুঁতেছিল। আমি নদীর পাড়ে কাঁকড়ার জন্য অপেক্ষা করছি। আমি নিয়মিত তার কাছ থেকে কাঁকড়া নিই। নদীতে তীব্র স্রোত ছিল। হঠাৎ অসাবধানতাবশত পানির স্রোতে জালের ভেতর ঢুকে পড়ে। আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার চোখের সামনে শাহাব উদ্দিনের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতের ছেলে তৌহিদুল ইসলাম জানায়, বাবা ৭/৮ বছর ধরে ভোলাখালে জাল ফাঁতিয়ে জীবিকা নির্বাহ করে। ভোলাখালের অপরপাড়ে মগনামা বাজার পাড়ায় আমি ভাঙ্গারী দোকান করি। প্রতিদিনের মত বাবা জাল পাতায়। নদীতে গাছ পুঁতানোর সময় পানির তীব্র স্রোতে জালের ভেতর আটকা পড়ে। জাল কেটে আমরা উদ্ধার করি। এদিকে নিজের পাতানো জালে আটকে পড়ে শাহাব উদ্দিনের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, বিষয়টি পুলিশ শুনেনি। খবর নিচ্ছি।

Exit mobile version