parbattanews

পেকুয়ায় সাগরে জাল বসানো নিয়ে হামলায় আহত ৩

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় সাগরে মাছ ধরার জাল বসানোর জের ধরে হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে ১৮ জুলাই বিকাল ৩টায় উপজেলার মগনামা ইউনিয়নের চেপ্টা খালী নাশিরজোরা এলাকায়।

স্থানীয়রা ও আহতরা জানিয়েছেন, ওই এলাকার আকতার হোসেনের পুত্র রুবেল ও বোনের জামাই সাইফুল ইসলাম মগনামা কুতুবদিয়া চ্যানেলের বেড়িবাঁধ এলাকায় মাছ ধরার জন্য জাল বসায়। এদের পাশাপাশি একই এলাকার আবু ছৈয়দ ও জাল বসায়। তাদের জাল বসানোর খবর কোস্ট গার্ড খবর পেয়ে তাদেরকে ধাওয়া দেয় এতে কৌশলে আবু ছৈয়দ পালিয়ে গেলেও রক্ষা পায়নি রুবেল ও সাইফুল। তাদেরকে কোস্ট গার্ডের সদস্যরা মারধর করে। পরে বাড়ি গিয়ে তারা বিষয়টি বললে আবু ছৈয়দ অহেতুক ওখানে গিয়ে সাইফুকে বকাঝকা করে, এতে রুবেল প্রতিবাদ করলে হাতুড়ি নিয়ে রুবেলকে জোরে আঘাত করে। এসময় মা বিলকিস বেগম এগিয়ে গিয়ে ছেলেকে বাঁচাতে চাইলে তাকেও মারধর করে।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার জানান, ঘটনার খবর নিচ্ছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version