পেকুয়ায় স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন


ককক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বারবাকিয়ার ওসমান একাদশকে ২-০ গোলে হারিয়ে উপজেলা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ এম এম শাহাজাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, সদস্য সচিব আবুল কাশেম, পেকুয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান, সম্মেলন প্রস্তুতি সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রপি অর্জনকারী বিজয়ী দল উপজেলা ক্রীড়া সংঘ ও বারবাকিয়া ওসমান একাদশকে রানার্স আপ ট্রপি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান মামুন। সহকারী রেফারি সফিউল আলম ও জয়নাল আবেদীন।