পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত ব্যবসায়ী মাওলানা শাকের উল্লাহ (৬৭)’র মৃত্যু হয়েছে ।
রবিবার (১৫ জানুয়ার) সকাল ১১টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাকের উল্লাহ উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার বাসিন্দা ও টইটং হাজিবাজারের ব্যবসায়ী।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো গত ৭ জানুয়ারি সকালে হাজিবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যায় শাকের উল্লাহ। তার মুদির দোকান রয়েছে। দোকান খোলে নাস্তা করতে রাস্তা পারাপারের সময় পেকুয়ামুখী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে জোরে ধাক্কা দেয়। এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং আহত হন। তাকে প্রথমে পেকুয়া সরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৮ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
হাজিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহদত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।