parbattanews

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

কক্সবাজারের পেকুয়ায় সান লাইন সার্ভিসের দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটছে।

রোববার (২০ জুন) সকাল ৮.৩০টায় উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের বারবাকিয়া কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, পেকুয়া চৌমুহুনী হতে যাত্রীবাহি একটি সানলাইন সার্ভিস চট্টগ্রাম উদ্দেশ্য ছেড়ে যাওয়া গাড়ি কাদিমাকাটা এলাকায় পৌঁছলে চট্টগ্রাম হতে পেকুয়া আসা যাত্রীবাহী সানলাইন সার্ভিস মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া উত্তর বড়ঘোপের লাল ফকির পাড়ার ছাবের আহমদ (৫৫) নামের এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং ১৫/১৬ আহত হয়।

আহতরা হলেন পেকুয়া সিকদার পাড়ার শহিদের পুত্র বাবু (২২), কুতুবদিয়ার বাসিন্দা জামালের পুত্র লোকমান (১৪), জাহাঙ্গীর আলমের পুত্র আজম (২২), নুরুল আলমের স্ত্রী ফরিদা বেগম (৪০), ওলা মিয়ার পুত্র মোকতার আহমদ (৪০), আহমতের পুত্র বাদশা। অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেকে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করি। লাশটি পরিবারের সদস্যরা আসলে তাদের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version