পেকুয়া উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির বর্ণাঢ্য স্বাগত মিছিল

Pekua Pic SD 19-10-2014

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলা শাখার সদ্য ঘোষিত আহবায়ক কমিটির স্বাগত মিছিল গণমিছিলে রূপ নিয়েছে। দীর্ঘ ৬ বছর পর পেকুয়া উপজেলা ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হলে ১৯ অক্টোবর বিকাল ৫টায় পেকুয়া কবির আহমদ চৌধুরীর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া স্বাগত মিছিলটি পেকুয়া চৌমুহনী পর্যন্ত বিস্তৃত হলে পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকা জনস্রোতে পরিণত হয়।

পেকুয়া উপজেলার সাত ইউনিয়ন ও ২ ইউনিট এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীর পাশাপাশি পেকুয়া সদর ও আশপাশের স্থানীয় যুবকরা মিছিলে মিলিত হলে ছাত্রদলের স্বাগত মিছিলটি গণমিছিলে পরিণত হয়। মিছিলের অগ্রভাগে পেকুযা উপজেলা ছাত্রদলের আহবায়ক কারানির্যাতিত মেধাবী ছাত্রনেতা কামরান জাদিদ মুকুট ও যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ নেতৃত্ব দিলেও মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়াারম্যান ও যুবদলের উপজেলা আহবায়ক সাবেক ছাত্রনেতা শাফায়েত আজিজ রাজু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি মো.ইউসুফ রুবেল।

বিকাল ৫ টায় স্বাগত মিছিলের সময় নির্ধারণ করা হলেও বিকাল ৩ টার পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে রং বেরংয়ের ব্যানার পেস্টুন নিয়ে আসা খন্ড খন্ড মিছিল পেকুয়া বাজারের পূর্ব মাথায় ইসলামী ব্যাংক পয়েন্টে পৌছা মাত্র বাদ্যবাজনা নিয়ে ব্যান্ডদল তাদের স্বাগত জানিয়ে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে নিয়ে যায়। একপর্যায়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে স্বাগত মিছিলটি বের হয়ে পেকুয়া বাজর এলাকা প্রদক্ষিণ করে পেকুয়া চৌমুহনী পেট্রোল পাম্প হয়ে চৌমুহনীর চৌরাস্তার মোড়ে এসে সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা ইয়াছিনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জনপ্রিয় ছাত্রনেতা কামরান জাদিদ মুকুট ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সংগ্রামী ছাত্রনেতা আহছানউল্লাহ।

উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, পেকুয়া সদর পশ্চিম জোন থেকে ছাত্রনেতা হেলাল,সুমন, শোয়াইব, রমেশ, শোয়াইবুল ইসলাইম ও রাসেলের নেতৃত্বে একটি মিছিল, পেকুয়া সদর পূর্বজোন থেকে খোকন, সাবেক সেক্রেটারী, হামিদ, কপিল ও রমিজের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী নিয়ে একটি মিছিল, রাজাখালী থেকে সহ সভাপতি শুক্কুর, সেক্রেটারী, নাছির ও যুগ্ম সম্পাদক ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক শওকতের নেতৃত্বে, টইটং থেকে ছাত্রনেতা বাবুর নেতৃত্বে, বারবাকিয়া থেকে ইমতিয়াজ, বায়তুল মোকাদ্দেছ ও রানা ওসমানের নেতৃত্বে, শিলখালী থেকে ফরহদ ও রেজার নেতৃত্বে, মগনামা থেকে সেক্রেটারী মিজান, সাংগঠনিক সম্পাদক আমির ও সোহেলের নেতৃত্বে, উজানটিয়া থেকে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন, ইউনিয়ন সেক্রেটারী, মানিকের নেতৃত্বে, শহীদ জিয়া কলেজ থেকে হানিফ, ফারুখ, মিজান,হারুণ, সাইফুল, বাহার ও লিমনের নেতৃত্বে, বি.এম.আই কলেজ থেকে সায়েম ও মিনারের নেতৃত্বে, ফাশিয়াখালী ফাজিল মাদ্রাসা থেকে আহবায়ক, ফরহাদ ও যুগ্ম আহবায়ক আজিমের নেতৃত্বে পৃথক মিছিল নিয়ে স্বাগত মিছিলে যোগদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন