পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ টিভি ভ্যান

fec-image

সেবা ও চিকিৎসা সংক্রান্ত জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বর্ধিত করণের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হল ভ্রাম্যমাণ টিভি ভ্যান।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কক্সবাজার ১ (চকরিয়া, পেকুয়া) সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভ্রাম্যমাণ টিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে ভ্যানের চাবি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী ও আরএমও ডা. মো. মুজিবুর রহমান।

উল্লেখ্য,জানা গেছে বাংলাদেশে এ প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ভ্রাম্যমাণ টিভি ভ্যান কার্যক্রম চালু হয়। সরকার সারাদেশে ২টি স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্রাম্যমাণ টিভি ভ্যান প্রদান করেন।

এ টিভি ভ্যানের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ও চিকিৎসা সংক্রান্ত জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বর্ধিত করণের লক্ষ্যে নিয়ে এ কার্যক্রম চলমান থাকবে। ভ্রাম্যমাণ এ টিভি ভ্যানে রয়েছে ৬টি কম্পিউটার ও বিভিন্ন রোগ নির্ণয়ের মূল্যবান যন্ত্রাংশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন