parbattanews

পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন আজ

নিজস্ব প্রতিনিধি:
পেকুয়ায় কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ত্রি বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার। এশিয়ার সর্ব বৃহৎ সমবায়ী এ প্রতিষ্টানের নির্বাচন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পেকুয়া কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: অর্থলগ্নি ও বিনিয়োগকারী প্রতিষ্টান হিসেবে সমাদৃত। ব্যবস্থাপনা পর্যদের এ নির্বাচনকে ঘিরে পেকুয়ায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দেশের যেকোন নির্বাচনের চেয়ে এ প্রতিষ্টানের নির্বাচন কোন অংশে কম নয়। প্রায় ৬ হাজার ৪ শত ২জন সদস্য এ নির্বাচনে সরাসরি ব্যালটের মাধ্যমে ওই সমিতির নেতা নির্বাচিত করবে। পেকুয়ায় সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেড হিসেবে এর পরিচিত হয়। এর মূলধন দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকার বেশি সেই সাথে স্থায়ী সম্পদও রয়েছে। স্বত্তের মূল অংশীদারা হচ্ছেন আমানতকারীগণ। পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ সমবায় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহন চলবে।

মোট ৬টি পদের জন্য ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৪ জন, সহ সভাপতি পদে প্রার্থী হয়েছেন ২ জন, এছাড়াও সেক্রেটারী পদে প্রার্থী হয়েছেন ৩ জন। ৩টি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ৮ জন। এরা সবাই সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। এদের মধ্যে সম্পাদক পদে বর্তমান সেক্রেটারী মাষ্টার মো. ইদ্রিস তৃতীয় বারের মত প্রার্থী হয়েছেন। একই পদে প্রার্থী হয়েছেন আইনজীবি সহকারী তারেক ছিদ্দিকী ও মাষ্টার মোজাম্মেল হক। এদিকে ইদ্রিস ইতিপূর্বে এ ব্যবস্থাপনা পর্যদে দু বার নির্বাচিত হয়েছেন।

 

Exit mobile version