parbattanews

পেকুয়া শিলখালীর গণডাকাতি মামলার বাদীকে কুপিয়েছে দুর্বত্তরা

pic.ahoto-01-09-14
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপের ঘারা এলাকায় আলোচিত জারুলবুনিয়া স্টেশনের গণ ডাকাতি মামলার বাদীকে কুপিয়ে জখম করেছে।

গত ১ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার আবুল হোসেনের পুত্র গোলাম ছোবাহানের সাথে একই এলাকার ছিদ্দিক আহমদের পুত্র হাবিব উল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ দিকে শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন উক্ত বিষয় নিয়ে কাগজপত্র পর্যালোচনা করে গত রবিবার গোলাম ছোবাহানের পক্ষে রায় প্রদান করে। উক্ত রায় পেয়ে গোলাম ছোবাহান গং গতকাল নিজস্ব জমিতে জমি রোপন করতে গেলে প্রতিপক্ষ হাবিব উল্লাহ গং বাধা প্রদান করে।

এ সময় হাবিব উল্লাহ গং দা, কিরিচ, লোহার রড দিয়ে ডাকাতি মামলার বাদী নুর মোহাম্মদকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে ঘটনাস্থল থেকে উদ্দার করে প্রথমে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।

এলাকাবাসী জানান, প্রতিপক্ষ হাবিব উল্লাহ গং ডাকাতী মামলার আসামী তাজর মুল্লুকের মামা হওয়ায় ওই ডাকাতি মামলার বাদীকে এ ভাবে হামলা করে। স্থানীয় মেম্বার জাফর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করেন। শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোছাইন জানান, তিনি ডাকাতি মামলার বাদীকে কুপিয়েছেন বলে শুনেছেন।

Exit mobile version