parbattanews

পেপেঁ চাষ করে সাবলম্বী মহেশখালীর মাহাবুব অালম

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর  ঝাপুয়া ব্লকের কৃষক মাহাবুব আলম পেপেঁ চাষ করে এখন অনেক সাবলম্বী।

কৃষক মাহাবুব অালম জানান, প্রথমে পাহাড়ের পাদদেশে এক একর জমিতে পেপেঁ চাষ শুরু করলেও বর্তমানে তার অাড়াই একর জমিতে পেপেঁ  বাগান রয়েছে । তার বাগানের পেপেঁ মহেশখালী কক্সবাজার পেরিয়ে বর্তমানে ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাত করা হচ্ছে ।তার বাগানের পেপেঁ অন্যান্য পেপেঁর চেয়ে অনেক বেশী সু-স্বাদু ও মিষ্টান্ন ।

এ দিকে কৃষক মাহাবুব অালমকে সার্বিকভাবে সহযোগীতা করে যাচ্ছেন মহেশখালী কৃষি অফিস । মাহাবুব অালমের পেপেঁ বাগানে গিয়ে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন স্থানীয় কৃষি অফিসার কাইছার উদ্দিন ।

 জানা গেছে, তিনি সব সময় তার বাগানে গিয়ে দেখা শুনা করেন।  তার এই সফলতা দেখে এখন মহেশখালীতে ভিবিন্ন এলাকায় পেপেঁ চাষের প্রতি অাকৃষ্ট হয়ে অনেক এ পেশায় যুক্ত হয়েছেন।

ইউনিয়নের উত্তর নলবিলা ( মাঝের পাড়া ) পশ্চিমে ৪০ শতক জায়গার উপর পেপেঁ চাষ করেন অাকবর হাজী পাড়ার মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র জিয়াউর রহমান ।

Exit mobile version