Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পৌরসভাকে আধুনিক পরিচ্ছন্ন শহরে উন্নীতকরণে ব্যবসায়ী সুধীজনের কমিটি গঠিত

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া পৌরসভাকে আধুনিক পরিচ্ছন্ন শহরে উন্নীতকরণে ব্যবসায়ী ও সুধীজনের সমন্বয়ে কমিটি গঠণ করা হয়েছে। শহরে যানজট নিরসনকল্পে কমিটি গঠণ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) উপজেলা পরিষদ কার্যালয় মোহনায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া পৌর শহরের ব্যবসায়ী ও সুধীজনদের অংশগ্রহণে চকরিয়া উপজেলা পরিষদ কার্যালয় মোহনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভার প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হাকিম দুলাল ও আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আলহাজ্ব আনোয়ার হোসেন, হক সুপার মার্কেটের মালিক মুজিবুল হক (মনু), চকরিয়া শপিং সেন্টারের মালিক রেজাউল হক সওদাগর, চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ।

সভা শেষে সকলের সম্মতিক্রমে একটি আহবায়ক কমিঠি গঠণ করা হয়।

কমিটির উপদেষ্টা পরিষদ হচ্ছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভার প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হাকিম দুলাল ও আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আলহাজ্ব আনোয়ার হোসেন।

গঠিত কমিটিতে আছেন আহবায়ক- মুজিবুল হক (মনু) ওরেজাউল হক সওদাগর।

কমিটির সদস্যরা হলেন  আবুল কালাম, নাছির উদ্দিন, হাজী কামাল উদ্দিন, মুজিবুল হক, জামাল উদ্দিন।

সভায় জানানো হয়েছে গঠিত কমিটি চকরিয়া পৌরশহরের চিরিংগা যানযট নিরসন, মার্কেটে ক্রেতা সাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছনতা, সিসি ক্যামরা স্থাপন, পাবলিক টয়লেট স্থাপন ও ব্যবসায়ীদের বিভিন্ন অসুবিধা দূরীকরণে সার্বিক কার্যক্রম গ্রহণ করবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পৌরসভাকে আধুনিক পরিচ্ছন্ন শহরে উন্নীতকরণে ব্যবসায়ী সুধীজনের কমিটি গঠিত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন