parbattanews

প্রকল্পের বরাদ্দ আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান অনাস্থা ভোটে পরাজিত

দুর্নীতি

খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ি সদরের ১ নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যে মারমা বিভিন্ন প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ, অবৈধভাবে ফলজ গাছ কাটার অনুমতি ও পাথর উত্তোলনের দায়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের আনা অনাস্থা ভোটে পরাজিত হয়েছেন।

বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে পরিষদের ১২ সদস্যদের মধ্যে ১০-২ ব্যবধানে অনাস্থা ভোটে পরাজিত হন।

ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মুনিশংকর চাকমা জানান, নানা অনিয়ম ও দুর্নীতির কারণে পরিষদের সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনে। চেয়ারম্যানের বিরুদ্ধে আনা সকল অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। নিয়ম অনুযায়ী সকল প্রক্রিয়া শেষে আজ ইউনিয়ন পরিষদের সদস্যরা তার বিরুদ্ধে চুড়ান্ত অনাস্থা জানিয়ে ভোট প্রদান করে।

পরিষদের চেয়ারম্যান আম্যে মারমা বলেন, বিভিন্ন প্রকল্পের বরাদ্দ শুধু চেয়ারম্যান আত্মসাৎ করেনি। সদস্যরাও এর সাথে জড়িত। এখন এর সকল দায় আমার ওপর বর্তালো।

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান জানান, খাগড়াছড়ি ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ১০-২ ভোটে চেয়ারম্যান পরাজিত হয়েছেন। এখন তার বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

Exit mobile version