বান্দরবানে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন


বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের হেডম্যান পাড়ার সামনে সাঙ্গু নদীর চর থেকে প্রকাশ্যেই তোলা হচ্ছে অবৈধ বালু। সেখানে ব্যবহার করা হচ্ছে দুটি স্কেভেটর আর মাটি সরবরাহ করতে ৮টি ডাম্পার ট্রাক। এসব ট্রাক দিয়ে স্বর্ণমন্দির সংলগ্ন নবনির্মিত পাওয়ার গ্রীড মাঠে বালু ভরাট করা হচ্ছে। এই বালু তোলায় হুমকিতে পড়েছে পাশে থাকা কবরস্থান ও ঘরবাড়ি।
হেডম্যান পাড়া বাসিন্দা প্রুনু মং মারমা ও সন্তোষ বড়ুয়া বলেন, সকাল থেকেই এখানে স্কেভেটর দিয়ে বালু তোলা হচ্ছে। আর ডাম্পার (ট্রাক) দিয়ে বালুগুলো সরবরাহ করা হচ্ছে। আমরা চাই এই বালু তোলার কাজ বন্ধ করার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ। স্কেভেটর চালক সুমন বলেন, সম্রাট নামে এক ব্যক্তির কথায় বালু তোলা হচ্ছে। এইচ এম সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বালু উত্তোলনের বাধা দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, এসব অবৈধ কাজে জড়িত রয়েছে চার থেকে পাঁচটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট মিলেমিশে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটছে। এই সিন্ডিকেটে একটি বৃহৎ রাজনৈতিক দলের স্থানীয় লোকজন জড়িত বলেও এলাকাবাসীর অভিযোগ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এখন ছুটিতে আছি। অফিস খুললে বালু উত্তোলন স্থান পরিদর্শন করে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, বালু উত্তোলনের বিষয়ে খবর পেয়েছি। বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনে পদক্ষেপ নেয়া হবে।