parbattanews

প্রকৃতির শীতে গ্রামবাংলা

Shit pic nc copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

শীত বাংলা সনের পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ মাস মিলে শীতকাল। আর প্রাকৃতিক নিয়ম চক্রে ফিরে আসা শীতে সাড়া পড়েছে প্রকৃতিতে। শীতকালে চিরাচরিত্র দৃশ্য চোখে পড়ছে পার্বত্য এলাকার গ্রাম গুলোতে। নাইক্ষ্যংছড়ির বাইশারীসহ পাহাড়ী গ্রাম গুলোতে প্রচন্ড শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।

হাঁড় কাপানো শীতে হত-দরিদ্র উপজাতি ও বাঙ্গালীরা অনেকেই রাতভর আগুন জালিয়ে নির্ঘুম রাত কাটতে দেখা যায়। আবার অনেকে সকালে মিঠে কড়া রোদে বসে সূর্য্যরে তাপ পোহাতেও দেখা যায়। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপজাতীয় পাড়া থেকে ছবিটি তুলেছেন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মো.আবুল বাশার নয়ন।

Exit mobile version