প্রতারণার অভিযোগে মঙ্গলপার্টির সভাপতি গ্রেফতার

মহেশখালীস্থ সংগঠন wellbeing-২০ এর সাথে জমি বিক্রি করার জন্য বায়না নামা করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কক্সবাজারের জগদীশ বড়ৃয়া পার্থ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) গভীর রাতে শহরের লালদিঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২১ সালের মার্চ মাসে জমি বিক্রি করবে বলে ওয়েলবিং এর সাথে ১০ লক্ষ টাকার লেনদেন হয়। পরবর্তীতে জমি বুঝে নিতে গেলে প্রতারণা চক্রের জালিয়াতি ধরা পড়ে। পরে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করে। যাহার মামলা নং সিআর ৮৩৪/২১। দীর্ঘদিন ধরে জগদীশ বড়ুয়া পার্থ আত্মগোপন ছিল।
মামলার বাদী মহেশখালীর বাসিন্দা মো. হোসাইন মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই প্রতারণা চক্রের জন্য সংগঠনের সদস্যরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতারণা চক্রের অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গ্রেফতারকৃত জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি কথিত বাংলাদেশ মঙ্গলপার্টির সভাপতি এবং তিনি বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার গ্রেফতারের খবরে অত্র সংগঠনের সদস্যদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।