parbattanews

প্রতিবন্ধী নারীর চিকিৎসার দায়িত্ব নিল নিরাপত্তাবাহিনী

bandarban pic 1 copy

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পায়ে পচন ধরা মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী নারীর অবশেষে নিরাপত্তাবাহিনী চিকিৎসার দায়িত্ব নিল। বুধবার নিরাপত্তাবাহিনীর এ্যাম্বুলেন্সে করে চিকিৎসকসহ ওই নারীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসার পুরো খরচই বহন করছে নিরাপত্তাবাহিনী।

গত ৩ মার্চ পায়ে আঘাত পেয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয় এ নারীকে। উন্নত চিকিৎসা অভাবে পায়ে পচন ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। দুর্গন্ধ হওয়ায় তাকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছিল। হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি বিভিন্ন মহলকে জানালেও কেউ সহায়তায় এগিয়ে আসেনি।

প্রায় এক মাস হাসপাতালে দুর্বিসহ কষ্ট ভোগ করছিল প্রতিবন্ধী এ নারী। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় মানবিক প্রতিবেদন ছাপা হলে বিষয়টি নজরে আসে বান্দরবানের নিরাপত্তাবাহিনী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীনের। সকালে নিরাপত্তাবাহিনী এ্যাম্বুলেন্সে করে প্রতিবন্ধী নারীকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর মেহেদী জানান, রিজিয়ন কমান্ডারের নজরে আসার সাথে সাথে নিরাপত্তাবাহিনী তত্বাবধানে একজন চিকিৎসক ও নার্স দিয়ে নারীকে চমেকে পাঠানো হয়েছে। তার চিকিৎসার সম্পূর্ণ খরচ সেনা রিজিয়ন থেকে বহন করা হবে। নিরাপত্তাবাহিনীর এ উদ্যোগ প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে।

Exit mobile version