parbattanews

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

কাপ্তাই প্রতিনিধি:

কঠোর নিরাপত্তা ও যথাযোগ্য মর্যাদায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো  শারদীয় দুর্গোৎসব। কাপ্তাই উপজেলার ৭টি প্রতিমা কর্ণফুলী নদীতে রাইখালী মিশন এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও   বিসর্জন দেয়া হয়।

শুক্রবার বিকালে এ উপলক্ষে বিসর্জন র‌্যালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্য ও সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিন পার্বত্য জেলা মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, ৪১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম পিএসসি, জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, প্রকৌঃ থোয়াইচিং মং মারমা, শান্তনা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপ পরিষদ সভাপতি বাদল চন্দ্র দে সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version