parbattanews

মাটিরাঙ্গার প্রথম নারী এসি ল্যান্ড ফারজানা আকতার ববি

মাটিরাঙ্গায় প্রথম নারী এসি ল্যান্ড হিসেবে যোগদান করায় ফারজানা আকতার ববি-কে ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথম নারী এসি ল্যান্ড হিসেবে যোগদান করেছেন ফারজানা আকতার ববি। তিনি মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে সদ্য বিদায়ী এসি ল্যান্ড অমিত চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

৩৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন ফারজানা আকতার ববি।

ব্যাক্তিগত জীবনে অবিবাহিত ফারজানা আকতার ববি’র জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লার বরুড়া উপজেলায়। মাটিরাঙ্গায় যোগদানের আগে তিনি সহকারী কমিশনার হিসেবে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

এদিকে মাটিরাঙ্গায় প্রথম নারী এসি ল্যান্ড হিসেবে যোগদান করায় ফারজানা আকতার ববি-কে ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version