প্রদীপের সহযোগী রুবেল শর্মাকে আদালতে সোপর্দ

fec-image

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও এক পুলিশ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক পুলিশের এ কনস্টেবলের নাম রুবেল শর্মা। সে বরখাস্তকৃত ওসি প্রদীপের অন্যতম সহযোগী।

সোমবার বেলা ১২টায় কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ ৩ আদালতে  রুবেল শর্মাকে হাজির করা হয়। এর আগে তদন্তকারী কর্মকর্তা রুবেল শর্মাকে আটকের জন্য আদালতে আবেদন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম জানান, মেজর সিনহা হত্যা মামলায় আটক রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। তাই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছি। আটক রুবেল শর্মার সম্পৃক্ততার বিষয়ে জানার জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো রাশেদ হত্যায় ইতিপূর্বে ওসি প্রদীপসহ ৭ পুলিশ, ৩ জন এপিবিএন সদস্য ও ৩ জন পাবলিকসহ ১৩ জন জেলে আছে। আজ পুলিশের আরও একজন আটক নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

উল্লেখ্য-টেকনাফে ওসি প্রদীপের অপকর্মের অন্যতম সহযোগী ছিল রুবেল শর্মা। ক্রসফায়ার ও অবৈধ টাকা লেনদেনের সব দেখাশুনা করতেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন