parbattanews

প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বান্দরবানে  চারদিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু

Bandarban pic-24.8নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শুরু হয়েছে। স্থানীয় রাজারমাঠে ভগবান শ্রীকৃষের জন্ম উৎসবকে ঘিরে বুধবার সকালে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে চারদিন ব্যাপী উৎসবের উদ্বোধন করে স্বামী অভেদানন্দ বক্ষচারী মহারাজ ।

এসময় আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি অজ্ঞন কান্তি দাশ, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত বাবুল ভট্রাচার্য্য, সনাতনী যুব পরিষদের সভাপতি কৌশিক দাশসহপ্রমুখ উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উৎসবে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন। এসময় শ্রীমদ্ভগবতগীতা রসতত্ত্ব পরিবেশন করেন গীতা সুধাকর শ্রীমান প্রদর্শন দেবনাথ।

অনুষ্ঠান পরিক্রমায় জানা যায়, আগামী  ২৫ আগষ্ট  সকাল ১০টায় জন্মাষ্মীর মহাশোভাযাত্রা, দুপুরে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ, ২৬ আগষ্ট দুপুর ১২টায় পরম ভগবান শ্রী কৃষের রাজভোগ , দুপুর ১ টায় মহাপ্রসাদ বিতরণ ও ২৭ আগষ্ট মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই  জন্মাষ্টমী উৎসব শেষ হবে।

Exit mobile version