parbattanews

প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ভূমিহীন ও গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তর

আসন্ন রমজা‌নের ঈ‌দের আ‌গেই বান্দরবান রোয়াংছ‌ড়িতে উপকার‌ভোগী‌দের মা‌ঝে ১৭৪‌টি ঘ‌রের ম‌ধ্যে ১৬৫‌টি ঘ‌রের দ‌লিল হস্তান্তর কর‌লেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি।

মঙ্গলবার (২৬এ‌প্রিল) দুপুরে রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কার্যাল‌য়ে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে এ দ‌লিল হস্তান্তর করেন। প‌রে তি‌নি রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার নির্মাণাধীন ৫৪‌টি ঘ‌র প‌রিদর্শন ক‌রেন।

এ সময় তি‌নি ব‌লেন, বান্দরবানে যারা প্রধানমন্ত্রীর ঘর পে‌য়ে‌ছেন তারা অত‌্যান্ত হতদ‌রিদ্র। পা‌রিবা‌রিক অবস্থা যাচাই বাছাই‌য়ের মাধ‌্যমেই তা‌দের এ উপহা‌রের ঘর প্রদান করা হ‌য়ে‌ছে। ঈ‌দের ঠিক আ‌গেই এ ঘ‌রের দ‌লিল পে‌য়ে অতন্ত খু‌শি হ‌য়ে‌ছে এসব উপকার‌ভো‌গীর‌া।

‌তি‌নি আরো ব‌লেন, তারা এতই খু‌শি যে, সবাই প্রধানমন্ত্রীসহ তা‌দের স্বপ‌রিবা‌রের জন‌্য দোয়া কর‌ছেন।

এ সময় রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলা‌হি অনুপম, বান্দরবান নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান, পিআইও ময়নুল ইসলামসহ বি‌ভিন্ন কর্মকর্তা ও সাংবা‌দিকর‌া উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version