প্রধানমন্ত্রীর দেয়া পাকা ঘর পেয়ে পানছড়িতে খুশীর জোয়ার

fec-image

তারা কখনো কল্পনাও করেনি পরিপাটি পাকা ঘর পাবে। কিন্তু সবার জল্পনা-কল্পনাকে বাস্তবে রুপ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানছড়িতে বইয়ে দিয়েছে খুশীর জোয়ার। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পানছড়ির জন্য একটি মাইল ফলক বলেও দাবি করেছে অনেকে।

রবিবার (২৩ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যেগে আয়োজিত প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন উপকারভোগীরা। বয়োবৃদ্ধ কয়েক উপকারভোগী জানালেন, এইভাবে পাকা ঘর করে দেয়া পুরো দুনিয়াতে বিরল ঘটনা। প্রধানমন্ত্রীর এই উপহারের কথা জীবনেও ভুলার মতো নয়। প্রধানমন্ত্রীর জন্য সবাই প্রাণভরে দোয়া ও আর্শিবাদের কথা জানালেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৫৫টি ঘরের মালিকানা বুঝিয়ে দেয়া হয়েছে। বাকি ১৯৫টি সহসাই বুঝিয়ে দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ওসি মোহাম্মদ দুলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন