parbattanews

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে যাচ্ছে’ দীপংকর

কাপ্তাই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাত ভবন উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি

রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এখন সমতল ও পাহাড়ে প্রতিটি ঘরে ঘরে স্বাস্হ্য সেবা পৌঁছে যাচ্ছে। প্রত্যন্ত  অঞ্চলের একজন মানুষও নাই যিনি সরকারের স্বাস্হ্য সেবা হতে বঞ্চিত হচ্ছে। অথচ এক সময় ছিলো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্হ্য সেবা পেতো না। কিন্ত আজ দেশ পরিবর্তন হয়েছে, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায়।

মঙ্গলবার(১৪ জানুয়ারি) কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য হাসপাতাল এর ৩১ শয্যা হতে ৫০ শয্যা উন্নীতকরন এবং ৪ তলা বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রাংগামাটি জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার।
এর আগে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন এবং নব নির্মিত ভবন ঘুরে দেখেন।
সরকারের স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এর তত্ত্বাবধানে এই ভবন নির্মিত হয়।

Exit mobile version