প্রধান উপদেষ্টার নির্বাচনী সময় ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ

fec-image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনী সময়সীমা ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার (৬ জুন) বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়ন অফিস এক বিবৃতিতে জানায়, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন।

ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। একইসঙ্গে আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ইইউ প্রতিনিধিদল সব অংশীদারদের এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার এবং একটি উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা সংজ্ঞায়িত করার জন্য কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে যা আরও স্থিতিশীল, আরও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবে। ’

এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশ্য দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে হবে বলে ঘোষণা দিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইইউ, নির্বাচনী সময়, প্রধান উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন