parbattanews

প্রবল বর্ষণে প্লাবিত পানছড়ির নিম্নাঞ্চল

 

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

গত দু’দিনের প্রবল বর্ষণে চেংগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পানছড়ি উপজেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা  প্রশাসন ও স্থানীয় গ্রামের লোকজনের সহায়তায় ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নষ্ট হয়েছে ধান ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ, গৃহপালিত পশু।

পানছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার চেংগী ইউনিয়নের ১২টি, বড়কলক ধন্য চন্দ্র পাড়ার ৮টি, পূজগাং চন্দ্র কার্বারী পাড়ার ৯টি পরিবার, পানছড়ি ইউনিয়নের তালুকদার পাড়া, কলেজ গেইট পাড়ার নিম্নাঞ্চলে অবস্থিত গ্রামগুলোর অনেক পরিবার প্লাবিত হয়েছে।

কৃষক কিষ্ট ধন চাকমা বলেন, নদীর পানি বেড়ে যাওয়ায় পানছড়ির মধুমঙ্গল পাড়ার বিলের অনেক ধান ক্ষেত নষ্ট হয়েছে। বিশেষ করে শীষ বের হওয়া ধান ক্ষেতগুলো নষ্ট হয়েছে। ভেসে গেছে অনেক সবজি ক্ষেত। লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলন সাহা জানান, লোগাং এলাকার পুকুরের মাছ ভেসে গেছে। প্রবল বর্ষণে চৌধুরী পাড়া দিয়ে বয়ে যাওয়া চেংগীতে গরু ভেসে যায় বলে জানান ক্যাপ্রুচাই মারমা।

চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা বলেন, খবর শুনার সাথে সাথে আমরা বন্যায় প্লাবিত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় গ্রামবাসীদেরকে অনুরোধ করেছি এবং তারা ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

পানছড়ি উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে গভীর রাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে তাদের সাধ্যমত সহায়তা দেয়ার চেষ্টা চলছে।

Exit mobile version