প্রবল বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে শেড ধসে পড়ে আহত ৫

পাহাড় ধস এবং পানি জমে রোহিঙ্গাদের সেডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার থেকে কক্সবাজারে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পাহাড় ধস এবং পানি জমে রোহিঙ্গাদের সেডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উখিয়ার কুতুপালং হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্পে পাহাড়ের ঢালুতে অবস্থিত একটি শেড ধসে পড়েছে। এ সময় ওই শেডে অবস্থানকারী ৫ রোহিঙ্গা নারী শিশু আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: পাহাড় ধস, রোহিঙ্গা, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment