parbattanews

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামুতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: নিকারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ ও সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু কেন্দ্রীয় প্রবারণা পূর্নিমা জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, রামু কেন্দ্রীয় জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, রামু থানার এসআই মামুন অর রশিদ, রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, বৌদ্ধ নেতা রাজেন্দ্র বড়ুয়া,পরবিসু বড়ুয়া, রাজারকুল জাহাজ ভাসা উৎসব কমিটির সাধারণ সম্পাদক মামুন বড়ুয়াসহ তপন বড়ুয়া, বাপ্পি বড়ুয়া, রকি বড়ুয়া, ইষন বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমূখ।

সভায় আগামী ১৬-১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য দু’দিন ব্যাপি প্রবারণা পূর্ণিমা উৎসবের বিভিন্ন কর্মসূচী শান্তিশৃঙ্খলার মধ্যদিয়ে উদযাপনের প্রস্তুতি গ্রহন করা হয়।

Exit mobile version