প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা


বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।
৬ অক্টোবর ২০২৫ সিএইচটি সম্প্রীতি জোট এর পক্ষে সমন্বয়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক ও মুখ্য সমন্বয়ক পাইশিখই মারমা দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের প্রতি প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সমন্বয়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের বৃহত্তম ধর্মীয় উৎসব। এই দিনটি দীর্ঘ তিন মাস বর্ষাবাসের পর বৌদ্ধ ধর্মীয় গুরুরা জন সম্মুখে আসেন। সকল ধর্মের মাঝে সহাবস্থান প্রমাণ করে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই উৎসব মানবতার মাঝে সৌহার্দ্য, ভাতৃত্ব ও মৈত্রীর মাধ্যমে এগিয়ে যাওয়ার পথ সুগম করে। প্রবারণা পূর্ণিমার পবিত্র আলোয় আমাদের জীবন শান্তি, সম্প্রীতি ও আনন্দে পূর্ণ হোক।
বৌদ্ধ সম্প্রদায়ের এই পুণ্যতীথি সকল জাতি ধর্মের সহাবস্থান ও মানবিক মুল্যবোধ জাগিয়ে তোলার প্রতীক।

















