পানছড়িতে প্রমিলাদের দৃষ্টিনন্দন ফুটবল অনুষ্ঠিত
পানছড়ি উপজেলা পরিষদ মাঠে প্রমিলাদের এক দৃষ্টিনন্দন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের অধিনস্থ খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এর বাস্তবায়ন করেছে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস।
১১ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টা থেকে ওই খেলায় অংশ নেয় কারিগড় পাড়া প্রমিলা ফুটবল একাদশ ও পানছড়ি ফুটবল একাডেমির প্রমিলা ফুটবল দল।
মুহু মুহু করতালির মাঝে পুরো মাঠ ছিল মুখরিত। তুমুল উত্তেজনাপূর্ণ এই খেলায় পানছড়ি ফুটবল একাডেমির প্রমিলা ফুটবল দল ৩-০ গোলে জয়লাভ করে।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় দেব, প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, সাবেক ছাত্রলীগ সভাপতি নিখিল চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসের প্রতিনিধি নাসির উদ্দিন উপস্থিত থেকে দু’দলের মাঝে জার্সি, ফুটবল ও ট্রফি বিতরণ করেন।
খেলাটি পরিচালনা করেন ক্যপ্রুচাই মারমা। দুই সহযোগী ছিলেন শুভাশীষ চাকমা ও কাওসার আলম।