parbattanews

প্রসূতি উপজাতি মহিলার দ্রুত চিকিৎসা ব্যবস্থা করেছেন রাঙ্গামাটি সদর জোন

রাঙ্গামাটির সদর উপজেলার এক প্রসূতি মহিলার দ্রুত চিকিৎসা ব্যবস্থা করছেন রাঙ্গামাটি সদর জোন।

শুক্রবার (১ মে) রাঙ্গামাটি সদর উপজেলার বন্ধুকভাংঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের ম্যারাডোনা চাকমার প্রসূতি স্ত্রীকে রাঙ্গামাটি সদর জোন এই সহায়তা করে থাকেন।

জানা যায়, ম্যারোডানা চাকমাকে শিল্পকলা ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে রাঙ্গামাটি সদর জোনের টহল কমান্ডার ক্যাপ্টেন রেজাউল করিম দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করেন। তিনি বলেন, তার প্রসূতি স্ত্রীকে নৌকাযোগে চিকিৎসার জন্য এখানে এনেছেন। তবে, এখন হাসপাতালে নেয়ার জন্য কোন গাড়ি পাচ্ছেন না।

তাৎক্ষণিক টহল কমান্ডার টহল কমান্ডার ক্যাপ্টেন রেজাউল করিমের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাসদস্য ও পুলিশ সদস্যগণ ম্যারাডোনা চাকমার স্ত্রীকে দ্রুত চিকিৎসার জন্য নিজস্ব টহল গাড়ি খালি করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করান।

Exit mobile version