প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দশম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান

fec-image

সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন ও ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলায় কর্মরত সকল সহকারী অংশ নেন। এ মানববন্ধনটির আয়োজক ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

মানববন্ধনের পরপর শিক্ষকদের একটি প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আলাউদ্দিন, শফিকুর রহমান, শাহজাহান, আতিক উল্লাহ, দিদার, আসাদুজ্জামান ও চাইহ্লাঅং চাক ও শিক্ষিকা বুলবুল আক্তার বুলু প্রমুখ।

তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। স্নাতক দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়ে শিক্ষকরা ১০ম গ্রেড না পেলেও এইচএসসি পাশ করে অনেকে পান ১০ম গ্রেড। অথচ দেশের ইউনিয়ন পরিষদ সচিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নার্স, পুলিশের সাব-ইন্সপেক্টরা সবাই পান ১০ম গ্রেডে। শিক্ষকদের বেলা এতো বৈষম্য কখনও মেনে নেয়া যায় না।

তারা আক্ষেপ করে বলেন, এক দেশে দু’ধারার বেতন কাঠামো বৈষম্যবিরোধী আন্দোলনের বিপরীত স্রোতেই থেকে যাচ্ছে। অথচ এ বৈষম্য দূর করতেই ছাত্র-শিক্ষক-শ্রমিক-জনতা আন্দোলন করেই দেশের পরিবর্তন ঘটান। দেশ এগিয়ে যাচ্ছে। সুতারাং তাদের ন্যায্য দাবি যাচাই-বাছাই করে তাদের বিষয়টি কার্যকর করতে তারা দেশের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যথায় তারা ক্লাসবর্জন সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন