parbattanews

প্রার্থিতা যাচাই-বাছাই আগামীকাল: প্রত্যাহার ৮ ডিসেম্বর

 

কক্সবাজার প্রতিনিধি:

রবিবার (২ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং অফিসার। এ ক্ষেত্রে বৈধ প্রার্থীরা ৮ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় পাবেন এবং ৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে তারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। আর ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর। এর আগে গত ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। এবারে কক্সবাজার জেলার ৪ আসনে নির্বাচনী লড়াইয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত-জাতীয়পার্টিসহ অন্যান্য দলের এমপি প্রার্থীরা থাকছেন।

জেলার ৪ আসনে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত কারা থাকবেন তা নির্ধারণ হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন, কক্সবাজার ৪ আসনের প্রার্থীরা হলেন-কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন:

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হাসিনা আহমেদ, আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী জাফর আলম,  আলী আজগর (ইসলামী শাসনতন্ত্র), মুহাম্মদ ফয়সাল, আবু মোহাম্মদ বশিরুল আলম ( বাংলাদেশ ওয়ার্কাস পার্টি), বদিউল আলম (স্বতন্ত্র), তানিয়া আফরিন (স্বতন্ত্র) মৌলভী মো. ইলিয়াছ (জাতীয়পার্টি)।

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী): জসীম উদ্দিন (ইসলামী শাসনতন্ত্র), আবু ইউসুফ মো. মনজুর আহমদ ( ইসলামি ঐক্যফ্রন্ট), মোহাম্মদ মোহিব্বুল্লাহ (জাতীয়পার্টি), আলমগীর মো. মাহফুজ উল্লাহ (বিএনপি), এ্এইচএম হামিদুর রহমান আজাদ (জামায়াত), শাহেদ সরওয়ার (বিকল্পধারা বাংলাদেশ), আশেক উল্লাহ রফিক (আওয়ামী লীগ), আনসারুল করিম, আবু বক্কর ছিদ্দিক, মো. জিয়াউর রহমান, এ এম মাসুদুল ইসলাম মাসুদ ও মো. শহিদুল্লাহ (এনডিএম)।

কক্সবাজার-৩ (সদর-রামু): মোহাম্মদ আমিন (ইসলামি শাসনতন্ত্র), লুৎফুর রহমান কাজল (বিএনপি), মোহাম্মদ নজিবুল ইসলাম, মুফিজুর রহমান (জাতীয়পার্টি), সাইমুম সরওয়ার কমল (আওয়ামী লীগ) ও মো. হাছন।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ):শাহজাহান চৌধুরী (বিএনপি), শাহীন আক্তার (আওয়ামী লীগ), সাইফুদ্দিন খালেদ, আবল মনজুর, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ শোয়াইব ও এম. গফুর উদ্দিন।

Exit mobile version