প্রিয় সন্তানদের দিকে তাকিয়ে আশ্রয়কেন্দ্রে আসুন, কাপ্তাইয়ে ইউএনও’র মাইকিং
রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে আসতে ইউএনও মাইকিং করেছে।
রবিবার (১৪ মে) বিকাল ৩টায় কাপ্তাই ৪নং ইউনিয়নের পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্র আসার অনুরোধ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
তিনি ঘুর্ণিঝড় “মোখার” আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে আসার অনুরোধ জানান। এসময় তিনি বলেন আপনার প্রিয় সন্তানদের দিকে তাকিয়ে আপনারা আশ্রয়কেন্দ্রে যান। আমরা সব ধরনের ব্যবস্থা নিব।
পরে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহীনুর রহমান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘুণিঝড় “মোখা” ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৫টি ইউনিয়নে ১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।