রাজস্থলী প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের হুমকি বিএনপি নেতার


রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খানকে প্রাণ নাশের হুমকির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থলী থানায় জিডি করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান।
অভিযোগ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি মসজিদ কমিটি নিয়ে আলোচনা হচ্ছিল। এ বিষয়ে কথা বলার এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের সামনেই সাংবাদিক আজগর আলীর উপর চড়াও হন বিএনপি নেতা জাহিদুল ইসলাম। কথা কাটাকাটির এক পর্যায়ে আজগর আলীকে প্রাণ নাশের হুমকি দেয়া হয় বলে জিডিতে উল্লেখ করেন সাংবাদিক আজগর আলী খান।
পরে সেখান থেকে নিরপদে সরে এসে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়াসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন তিনি।