প্রেসক্লাব সদস্য হিমংপ্রুর মাতৃ বিয়োগ


বান্দরবানের থানচি উপজেলার প্রেসক্লাবের সদস্য হিমংপ্রু মারমার মাতৃবিয়োগ হয়েছে।
রবিবার ৮ জুন সকালে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক হিমংপ্রুর মা ড মেওয়াইচিং মারমা বার্ধক্য জনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। প্রবীণ গুণীজন ও সাংবাদিককের মা হওয়ায় উপজেলার সচেতনমহলে শোকের ছায়া নেমে আসে।
মেজো ছেলে সাংবাদিক হিমংপ্রু মারমা বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্য রোগে আক্রান্ত হওয়ায় ঢাকা চট্টগ্রামসহ দেশের কয়েকটি স্বনামধন্য হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। সব চিকিৎসকের চিকিৎসা ব্যর্থ হয়ে সর্বশেষ নিজ বাড়ীতে পাহাড়ী ঔষধে চিকিৎসা করা হয়েছিল।
তিন বছর অসুস্থ হয়ে শেষ পর্যন্ত পৃথীবির মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
তার মৃত্যুতে উপজেলা ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা,
সহসভাপতি রেম্বো ত্রিপুরা, প্রেস ক্লাবের সকল সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, বিএনপি সভাপতি খামলাই ম্রোসহ উপস্থিত সবাই ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এবং তারা শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।
আগামীকাল ৯ জুন সোমবার বেলা ২টায় বলিপাড়া গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পাদন করবেন বলে পরিবারের সদস্যরা জানান। সাংবাদিক হিমংপ্রু মারমার মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া-প্রার্থনা করেছে তার পরিবার।